١٩٦  وَأَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلَّهِ ۚ فَإِنْ أُحْصِرْتُمْ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۖ وَلَا تَحْلِقُوا رُءُوسَكُمْ حَتَّىٰ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ ۚ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ ۚ فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدْيِ ۚ فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْحَجِّ وَسَبْعَةٍ إِذَا رَجَعْتُمْ ۗ تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ۗ ذَٰلِكَ لِمَنْ لَمْ يَكُنْ أَهْلُهُ حَاضِرِي الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

[Quran 2:196] And complete the Hajj (الْحَجَّ) and the Umrah (الْعُمْرَةَ) for Allah. But if you are prevented, then obtain whatever is affordable of the Hidayah (الْهَدْيِ). And do not Tahliqu (تَحْلِقُوا) your Ru’uusa (رُءُوسَكُمْ) until the Hidayah (الْهَدْيُ) has reached its destination. And whoever among you is sick, or has a hurt to his Ra’sihi (رَأْسِهِ), then redemption of Siyaamin (صِيَامٍ) or Sadaqatin (صَدَقَةٍ) or Nusukin (نُسُكٍ). And when you are secure, then whoever will receive the benefits with the Umrah (بِالْعُمْرَةِ) during the Hajj (الْحَجِّ), then obtain whatever is affordable of the Hidayah (الْهَدْيِ). But whoever cannot find, then Siyaamu (َصِيَامُ) for three days during the Hajj (الْحَجِّ) and seven when you have approached, these completes ten. That is for those who are not present at the Masjid il Haram (الْمَسْجِدِ الْحَرَامِ). And observe Taqwa (اتَّقُوا) of Allah, and know that Allah is severe in retribution.

2:196 এবং আল্লাহর জন্য এবং আলোচনার প্রস্তুতির জন্য সমাবেশকে পরিপূর্ণ করুন আর আপনি যদি স্থবির হয়ে পড়েন তাহলে নির্দেশনার জন্য যা কিছু পাওয়া যায় তা নিন।
আর আপনার নেতাদের ছেড়ে যাবেন না যতক্ষণ না সঠিক পথনির্দেশ পান, তারপরও যদি আপনার মধ্যে কেউ অসুস্থ হয়, বা মানসিকভাবে শৃঙ্খলার অনুশীলন করতে বা শুদ্ধ করার এজেন্ডা অনুমোদন করতে সম্মত না হয় । (Leave him)
আপনারা সবাই নিরাপদ শান্তির সমাধান চেষ্টা করেছেন, যে এই কর্মসূচি ও তার ফলশ্রুতি থেকে উপকৃত হবে, তার জন্যই যা কিছু হিদায়াতের উৎপন্ন হবে।
কিন্তু কেউ যদি এখনও খুঁজে না পায় তবে সেই ব্যক্তির জন্য ‘আরও তিন’ দিনের স্ব-শৃঙ্খলা এবং আর’সাত’ দিন যখন ফিরে আসেন।
এটাই হল ঈশ্বরের নিখুঁত সমাজ ব্যবস্থা | সেখানে আল্লাহর ক্ষতিকারক নিষিদ্ধ কাজগুলি উপস্থিতির যোগ্য নয় |
আর আল্লাহকে ভয় কর। আর মনে রেখো, তিনি প্রতিদানে কঠোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *