Al-QURAN, SURA 2: Verse 177
ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে; বরং ভালো কাজ হল যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দিমুক্তিতে এবং যে সালাত কায়েম করে/আল্লাহর নির্দেশ সমূহ অনুসরণ করে, পরিশুদ্ধিতা আনয়ন করে এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্যধারণ করে কষ্ট ও দুর্দশায় ও মানসিক চাপের সময়ে। তারাই সত্যবাদী এবং তারাই মুত্তাকী/আল্লাহকে ভয় করে/আল্লাহর ব্যাপারে সচেতন থাকে।