Ad-Dukhan ৪৪:১
حٰمٓ ۚۛ
হা-মীম।
Ad-Dukhan ৪৪:২
وَالْكِتٰبِ الْمُبِيْنِ ۙۛ
এবং সুস্পষ্ট আল কিতাব।
Ad-Dukhan ৪৪:৩
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ
নিশ্চয় আমি একে নাযিল করেছি এক অন্ধকার জীবন থেকে বরকতময় জীবন গঠনের জন্য , নিশ্চয় আমি সতর্ককারী।
Ad-Dukhan ৪৪:৪
فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍ ۙ
এ জীবন বিধানে মানব জীবনের জন্য প্রত্যেকটি আদেশ প্রজ্ঞাময়ের পক্ষ থেকে স্থিরীকৃত /নির্ধারিত।
Ad-Dukhan ৪৪:৫
اَمْرًا مِّنْ عِنْدِنَا ؕ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ ۚ
উল্লেখিত আ’মর গুলো আমার পক্ষ থেকে রিসালাত / আদেশ হিসেবে পাঠানো হয়েছে।
Ad-Dukhan ৪৪:৬
رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ۙ
এগুলো রবের / পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
Ad-Dukhan ৪৪:৭
رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا ۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ
যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সব কিছুর রব/ পালনকর্তা।
Ad-Dukhan ৪৪:৮
لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ يُحْيٖ وَيُمِيْتُ ؕ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآئِكُمُ الْاَوَّلِيْنَ
তিনি ব্যতীত কোন সত্য ইলাহ নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা।
Ad-Dukhan ৪৪:৯
بَلْ هُمْ فِيْ شَكٍّ يَّلْعَبُوْنَ
বরং/এতদসত্ত্বেও তারা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুকে মত্ত রয়েছে।
Ad-Dukhan ৪৪:১০
فَارْتَقِبْ يَوْمَ تَاْتِي السَّمَآءُ بِدُخَانٍ مُّبِيْنٍ ۙ
অতএব আপনি সেই মূহুর্তের / দিনের/সময়ের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে
এখানে ধোঁয়া বলতে প্রচলিত ধোঁয়া নয়। বরং ইমান বহির্ভূত অন্ধকার আছন্ন জীবনের শেষ পরিণতির কথা বলা হয়েছে।