১) পূর্ব ও পশ্চিম দিকে মূখ ফেরানোতে কোন কল্যান নাই (ইহুদি, খ্রিস্টানরা প্রার্থনা করে পূর্ব দিকে মুখ ফিরিয়ে আর মুসলমানরা প্রার্থনা করে বা নামায পড়ে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে)
২) কল্যাণ আছে…
√আল্লাহ
√আখিরাত
√ফেরেশতা
√আল কিতাব (আল কুরআন)
√নবীদের প্রতি বিশ্বাস স্থাপনে।
৩) সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও যারা সেই সম্পদ পিতামাতা, আত্নীয় স্বজন, এতিম, মিসকিন, পথচারী বা মুসাফির ও দাস মুক্তির জন্য ব্যয় করে।
৪) যারা আল্লাহ প্রদত্ত দায়িত্ব সমূহ বুঝে নিয়ে তা পালন ও প্রতিষ্ঠা করে।
৫) যারা যাকাত বা পরিশুদ্ধতা অর্জন করে।
৬) যারা ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করে।
৭) যারা অভাব অনটনে, দু:খ দুর্দশায় ও সংকট সংঘাতে ধৈর্য্য ধারণ করে।
তারাই সত্যবাদী ও মুত্তাকী।
তাদের জন্যই আছে মহা পুরস্কার।