কুরআনে আছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

বিষয়টি বুঝতে হলে সুরা ২ এর আয়াত ১৩৬

“”””قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

তোমরা বলঃ আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর যা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও তদীয় বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছিল এবং যা মূসা ও ঈসাকে প্রদান করা হয়েছিল এবং অন্যান্য নাবীগণকে তাদের রাব্ব হতে যা প্রদত্ত হয়েছিল, তদসমুদয়ের উপর বিশ্বাস স্থাপন করছি, তাদের মধ্যে কেহকেও আমরা প্রভেদ করিনা, এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী। 

এবং সুরা ৩ এর আয়াত ৮৪ قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ عَلَيْنَا وَمَا أُنزِلَ عَلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَىٰ وَعِيسَىٰ وَالنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

বল, ‘আমরা আল্লাহর উপর এবং আমাদের প্রতি ও ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাঁর বংশধরের প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে এবং মূসা, ঈসা ও অন্যান্য নাবীগণকে তাঁদের প্রতিপালকের পক্ষ হতে যা কিছু দেয়া হয়েছে তার উপর ঈমান এনেছি; আমরা তাঁদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই কাছে আত্মসমর্পিত।’””

আমাদের বুঝতে হবে, যেখানে সকল নবীদের প্রতি ঈমান আনতে ও তাঁদের প্রতিপালকের পক্ষ হতে যা কিছু তাঁদের প্রতি অবতীর্ণ হয়েছিল তাদের মাঝে কোন পার্থক্য না করার ঘোষনা দিতে বলা হয়েছে; কিন্তু প্রচলিত মানব রচিত কালেমায় একজন নবী সালামুন আলা মুহাম্মাদের কথা বলা হয়েছে; এবং এই বাক্যটি ব্যাকরণ অনুযায়ীও ভূল, কারন সেখানে দুটি সম্পূর্ণ বাক্যের মাঝে কোন সংজুক্ত শব্দ (যেমনঃ এবং) নেই |

2 thoughts on “লা ইলাহা ইল্লাল্লাহ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *