১)পানি থেকে-

‘আকাশমণ্ডলী ও পৃথিবী ওৎপ্রোতভাবে মিশে ছিল; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম; তবুও কি তারা বিশ্বাস করবে না?’ (২১:৩০)।

২)শুষ্ক ঠনঠনে মাটি থেকে-

‘আমি (আল্লাহ) গন্ধযুক্ত কাদা থেকে তৈরি শুষ্ক ঠনঠনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি।’ (সুরা : হিজর, আয়াত : ২৬)

‘পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে (মানুষকে) সৃষ্টি করেছি।’
(সুরা আর-রহমান, আয়াত : ১৪)

৩)কাদামাটি থেকে-

‘স্মরণ করো, তোমার প্রতিপালক মালাইকাদের বলেছিলেন, আমি (আল্লাহ) মানুষ সৃষ্টি করছি কাদামাটি থেকে। যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রুহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো/ মেনে নিও।’
(সুরা : সাদ, আয়াত : ৭২-৭৩)

‘কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা।’
(সুরা সাজদাহ, আয়াত : ৭),

৪)মাটির নির্যাস থেকে-

‘আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি।’
(সুরা-২৩ : মুমিনুন, আয়াত : ১২)

‘১.আমি তো মানুষকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি,
২.অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক নিরাপদ আধারে স্থাপন করি,
৩.পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি জমাট রক্তে,
৪.অতঃপর জমাট রক্তকে পরিণত করি পিণ্ডে ৫.এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপিঞ্জরে, ৬.অতঃপর অস্থিপিঞ্জরকে মাংস দ্বারা ঢেকে দিই,
৭.অবশেষে তাকে দেহ রূপ দান করি। সুনিপুণ স্রষ্টা আল্লাহ কত মহান! এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। অতঃপর কেয়ামতের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে। আমি সপ্ত আকাশ স্তরে স্তরে সাজিয়েছি, অমি সৃষ্টির বিষয়ে বেখবর নই।’ (২৩:১২-১৭)।

৫)জমাট রক্তপিন্ড থেকে-

‘যিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়; আর তোমার রব মহীয়ান; তিনি কলমের মাধ্যমে শিক্ষাদান করেছেন, মানুষকে তা শিখিয়েছেন, যা সে জানত না।’ (৯৬:১-৫)।

৬)এক নারী আর এক পুরুষ থেকে-

‘হে মানবমণ্ডলী! আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। আর তোমাদের বিভিন্ন বংশ ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো।’
(সুরা হুজুরাত, আয়াত : ১৩)

৭)সবেগে স্খলিত বীর্য থেকে-

An-Najm ৫৩:৪৬

مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰي ۪

একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।

Al-Qiyamah ৭৫:৩৭

اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِيٍّ يُّمْنٰي ۙ

সে কি স্খলিত বীর্য ছিল না?

এ সব কটি উপাদান মানুষের সৃষ্টিতে বিদ্যমান।
এগুলো আসলে মানুষকে বুঝানোর জন্য বলা হয়েছে। মানুষ সৃষ্টিতে এর বাহিরে আরো কিছু উপাদান রয়েছে । যেমন বাতাস,লোহা,আগুন,
খনিজ পদার্থ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *