১. আর-রহমান শব্দের কুর’আনিক অর্থ: প্রচণ্ড শক্তিধর সত্তা, যাঁকে ভয় করতে হয় কারণ তিনি শাস্তি দেন। তাই, তাঁর কাছে আশ্রয় নিতে হয়!
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় রহমান অর্থ: পরম করুণাময়!
২. আদ-দীন শব্দের কুর’আনিক অর্থ: বিধি-ব্যবস্থা।
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় দীন অর্থ: বিচার দিবস, ধর্ম ইত্যাদি।
৩. মালিক শব্দের কুর’আনিক অর্থ: নিয়ন্ত্রক, পরিচালক।
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় মালিক শব্দের অর্থ: প্রভু, Lord.
৪. আল-কুর’আনে ইয়াওম অর্থ: সময়
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় ইয়াওম অর্থ: দিবস।
৫. সিরাত শব্দের কুর’আনিক অর্থ: জীবনব্যবস্থা, জীবনের পদ্ধতি, জীবনচরিত্র।
কিন্তু জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় সিরাত শব্দের অর্থ: পথ, way.
৬. আল-কুর’আনে ইন-শায়া-আল্লাহ অর্থ: যদি আল্লাহ সঠিক মনে করেন
ফারসি ভাষায় ইন-শায়া-আল্লাহ অর্থ: যদি আল্লাহ চান!
৭. আস-সালাত শব্দের কুর’আন ও আরবি ভাষার অর্থ: ‘যোগাযোগ’
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় সালাত অর্থ নামায।
৮. আল-কুর’আনে ‘সিয়াম’ অর্থ: পড়াশোনা, জ্ঞান-গবেষণা, অধ্যয়ন
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় সিয়াম অর্থ: রোজা থাকা বা উপবাস করা।
৯. আল-কুর’আনে যাকাত অর্থ: পবিত্রতা; যা অর্জণ করতে হয়।
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় যাকাত অর্থ নির্দিষ্ট পরিমাণ টাকা দান করা।
১০. আল-কুর’আনে হজ অর্থ: তর্ক-বিতর্ক, যুক্তিখণ্ডনের আলাপ-আলোচনা।
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় হজ অর্থ: কাবা ঘরের চারপাশে চক্কর দেওয়া।
১১. আল-কুর’আনে ‘আল-আকসা’ অর্থ: দূরবর্তী প্রান্ত
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় আল-আকসা একটা জায়গার নাম।
১২. আল-কুর’আনে ‘কাউসার’ অর্থ: প্রচুর পরিমাণে, প্রাচুর্য
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় ‘কাউসার’ অর্থ: পরকালে একটা কুয়া। যেখান থেকে পানি উঠিয়ে পান করা হবে!
১৩. আল-কুর’আন নারীদের পর্দা-প্রথার বিরুদ্ধে শক্ত কথা বলেছে। পাশাপাশি, পুরুষ ও নারীকে দৃষ্টি ও চিন্তাশক্তির উপযুক্ত ব্যবহার করতে বলেছে।
কিন্তু, জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় পর্দা-প্রথাই হলো ধর্ম রক্ষার মৌলিক বিষয়।
১৪. আল-কুর’আনে ঈদ শব্দের অর্থ: জলাধার, পানি সংরক্ষণ এলাকা।
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় ঈদ অর্থ: আনন্দ উৎসব।
১৫. আল-কুর’আনে ও আরবি ভাষায় জুমুয়া শব্দের অর্থ: সমাবেশ
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় জুমুয়া অর্থ: শুক্রবারের নামায।
১৬. আল-কুর’আনে সাজদা/সিজদা অর্থ: মান্য করা, মেনে নেওয়া।
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় সিজদা অর্থ: শরীর নিচু করে মাথা মাটিতে ঠেকানো।
১৭. আল-কুর’আনে করদে হাসানা অর্থ: অগ্রিম পাঠানো
জরুথ্রষ্ট ধর্মে ও ফারসি ভাষায় এর অর্থ: মানুষকে বিনাসুদে ঋণ দেওয়া।
১৮. আল-কুর’আনে ইসলাম, আসলিম অর্থ: আত্মসমর্পণ করা।
কিন্তু, জরুথ্রষ্ট ধর্ম ইসলাম শব্দের অর্থ গোপন করে, এই শব্দ দিয়ে নতুন ধর্মের নাম বানিয়েছে।
৩/৪ হাজার বছরের প্রাচীন জরুথ্রষ্ট বা জরুয়াস্ট্রিয়ান ধর্মের কঙ্কাল দিয়ে প্রতি শতাব্দীতে তৈরি হয়েছে ইয়াহুদি ধর্ম, খ্রিষ্টান ধর্ম ও ইসলাম ধর্ম।