💎 “আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর উপর “সললু” করেন” (33/56) অনুরূপভাবে “আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ মুমিনদের উপরেও “সললু” করেন‌” (33/43)।

➡️ হে মুমিনগণ, তোমরা নবীর উপর “সললু” করো (33/56) অনুরূপভাবে (হে নবী) তাদের (মুমিনদের) উপর “সললু” করুন (9/103) এখন নবী তাদের উপর কি দরুদ পড়েছেন?

সেই দরুদের কোন অস্তিত্ব আছে কি? আর সারাদিন কি দরুদ পড়তে থেকেছেন, কারণ সারাদিন মুমিনরা আসছে তার কাছে। “সাল্লিমু তাসলিমা” অর্থ হচ্ছে, আত্মসমর্পণের মতন আত্মসমর্পণ করা, অর্থাৎ ঠিক যেভাবে submit করা উচিত সেই ভাবে submit করা, যথাযথভাবে “তাসলিম” করা। যেমন “রত্তিলা তারতীলা”, যথাযথভাবে রত্তিল করা।

এইরকম verb এর পরে adverb আসার অর্থটা হবে, ওই কাজটা ঠিক সেইভাবে করা, যেভাবে তা করা উচিত। একজন মানুষ “তাসলিম” করেই “ইসলামে” প্রবেশ করে এবং “মুসলিম” হয়।

এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক যে কেউ এই কাজটা করলেই সে “মুসলিম”, এটা কোন ধর্মীয় নাম নয়, এটা একটি বৈশিষ্ট্যগত নাম। যেমন আমরা যখন আহলে হাদিস ছিলাম, তার পক্ষে বলতাম যে, এটি কোন দলের নাম নয়, এটি একটি বৈশিষ্ট্যগত নাম, ঠিক তেমনি।

মনে রাখবেন, বিষয়টিকে নিরপেক্ষভাবে চিন্তা করতে পারলেই আমরা কেবল “শাইত্বনির রজীম” থেকে মুক্ত থাকতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *